IQNA

ইসলাম বিরোধী প্রচারণায় ফেইসবুক ও গুগলের সহযোগিতা

4:58 - October 21, 2017
সংবাদ: 2604120
আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ইসলাম বিরোধী ভিডিও প্রসারে ফেইসবুক ও গুগলের সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে বিভিন্ন রিপোর্টে।
ডেইলি ডটে’র উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ব্লুমবার্গ বার্তা সংস্থায় বিস্তারিতভাবে প্রকাশিত ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রযুক্তি অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তারকারী গুগল ও ফেইসবুক উগ্র, ইসলাম বিরোধী ও অভিবাসন বিরোধী বিভিন্ন গ্রুপকে সহযোগিতা করেছে।
এ দু’টি গণমাধ্যম থেকে এমন বহু ভিডিও প্রচার করা হয়েছে যেগুলোতে মুসলমানদেরকে অবমাননা ও হেয় করা হয়েছে।
একইভাবে এগুলোর মধ্যে অনেক ভিডিওতে ট্রাম্পের সমর্থক রাজনীতিকদের প্রতিপক্ষ ডেমোক্রাট রাজনীতিকদের বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে সহযোগিতার অভিযোগে তোলা হয়েছে।
ঐ প্রতিবেদনগুলোতে এ বিষয়টিও ফুটে উঠেছে যে, জায়ান্ট এ দুই কোম্পানী কোটি কোটি ডলার আয় করতে পরস্পরের বিরুদ্ধে প্রচারণা প্রতিদ্বন্দিতায় নামে। ইসলাম ও অভিবাসন বিরোধী বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে তারা এ সহযোগিতা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেইসবুক বা গুগল এ অভিযোগের বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।
সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলো বিশেষতঃ টুইটার ও ফেইসবুক মুসলমানদের অবমাননার একটি উর্বর ভুমিতে পরিণত হওয়ায় গত সোমবার ব্রিটেনের ওয়ার্কাস পার্টির নেতা ‘জেরেমি করবিন’ এর নিন্দা জানিয়েছেন। এ সময় তিনি এ ধরনের বিষয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য এ সকল ওয়েব সাইটের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।#3654564

captcha