IQNA

ইমাম মাহদীকে (আ.) কিভাবে ডাকতে হবে?

22:13 - December 16, 2017
সংবাদ: 2604574
অনেকেই প্রশ্ন করেন যে, ইমাম মাহদী (আ.) অন্তর্ধানে থাকা অবস্থায় তাকে কিভাবে ডাকতে হবে এবং কোন উপাধি ব্যবহার করা উত্তম হবে।

ইমাম মাহদীকে (আ.) কিভাবে ডাকতে হবে?


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মু’মিনদের দায়িত্ব হচ্ছে ইমাম মাহদীকে তার উপাধিসমূহ দিয়ে ডাকা যেমন: হুজ্জাত, কায়েম, মাহদী, সাহেবুল আমর, সাহেবুজ্জামান। মহানবীও বলেছেন: ইমাম মাহদীর নাম উচ্চারণ করা ঠিক নয় বরং তাকে মিম হে মিম দাল(م ح م د) বলতে হবে।

তবে শিয়া আলেমদের কাছে মত পার্থক্য রয়েছে যে, ইমাম মাহদীর নাম অর্থাৎ (মুহাম্মাদ) বলা যাবে কি যাবে না। অনেকে বলেছেন: নাম উচ্চারণ করা হারাম আবার অনেকে বলেছেন, তাকিয়ার পরিস্থিতি না থাকলে জায়েজ।

স্বল্প মেয়াদি অন্তর্ধানের সময় তাকিয়ার কারণে ইমাম মাহদীর নাম উচ্চারণ করা নিষেধ ছিল। কিন্তু দীর্ঘ মেয়াদি অন্তর্ধানের যুগে তার নাম উচ্চারণ করা জায়েজ।

গ্রন্থ রচনার ক্ষেত্রে ইমাম মাহদীর নাম লেখা জায়েজ। আর বড় দলিল হচ্ছে মহানবীর যুগ থেকে আজ পর্যন্ত ইমাম মাহদীর নাম গ্রন্থে লেখা রয়েছে এবং কেউই তার বিরোধিতা করে নি। শাবিস্তান

captcha