IQNA

জর্ডানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধন

22:50 - March 21, 2018
সংবাদ: 2605319
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ২৯টি দেশের নারী প্রতিনিধিদের উপস্থিতিতে জর্ডানে নারীদের জন্য ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

ইমাম হাদীর দৃষ্টিতে শেষ জামানার বিশৃঙ্খলা থেকে মুক্তির উপায়

বার্তা সংস্থা ইকনা: এই প্রতিযোগিতা শুধুমাত্র নারীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে। জর্ডানের এনডাউমেন্ট ও ইসলামী বিষয়ক মন্ত্রী আব্দুল নাসের আবুল বাসিরের উপস্থিতিতে ১৯শে মার্চে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জর্ডানের মুফতি মুহাম্মাদ খালাইলা, এনডাউমেন্টের মন্ত্রণালয়ের মহাসচিব মাহমুদ হাদীদ এবং সেদেশের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন।

আবুল বাসির তার বক্তৃতায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করেছেন।

তিনি বলেন: বিশ্ব নারী দিবস চলাকালীন সময়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। নারীদের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। কারণ তারা পরিবার, সম্প্রদায় এবং স্বদেশকে আলোকিত করেছে।

পুরুষদের জন্য ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, নারীদের জন্য ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা এবং জাতীয় কুরআন প্রতিযোগিতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে জর্ডানের এনডাউমেন্ট ও ইসলামী বিষয়ক মন্ত্রী বলেন: এসকল প্রতিযোগিতায় শীর্ষ স্থানে ৫ জন উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাফরিহা বিনতে তাবারক এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী মারিয়াম সাফিয়ী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। নারীদের জন্য ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৪শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

iqna

 

captcha