IQNA

মিশরের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

19:56 - March 24, 2018
সংবাদ: 2605336
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের এনডাওমেন্ট মন্ত্রী "মোহাম্মাদ মোখতার জুময়া" এক সংবাদ সম্মেলনে ২৫তম আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: ইউরোপিয়ান ও ইসলামী ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ (২৪শে মার্চ) ২৫তম আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে।
এনডাওমেন্ট মন্ত্রী বলেছেন: মিশরের ৬৩৯টি মাদ্রাসার সাথে আলোচনা সাপেক্ষে এবারের কুরআন প্রতিযোগিতার শিরোনাম "পবিত্র কুরআনের গুরুত্ব ও অনুসরণ করা" নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন: এই প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক প্রণিধিদের জন্য সম্পূর্ণ কুরআন হেফজ, আরবি ভাষী অংশগ্রহণকারীদের জন্য তিলাওয়াতের সকল আহকাম এবং অর্থ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, অনারবদের জন্য তাজভিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ এবং মিশরের প্রতিনিধিদের জন্য অর্থ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ।
মোহাম্মাদ মোখতার জুময়া আরও বলেন: ২৫তম আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতার উপান্তে প্রতিবন্ধীদের জন্যেও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২৫তম আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতা মিশরের এনডাওমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। কুদস শরীফের সাথে একাত্মতাবোধ প্রকাশ করে "আরব জেরুজালেম" শিরোনামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৯শে মার্চ) পর্যন্ত অব্যাহত থাকবে।
iqna

 

captcha