IQNA

মুসলে দায়েশের ১৮৭ সদস্যের লাশ উদ্ধার

21:55 - June 20, 2018
সংবাদ: 2606027
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নেইনাওয়া প্রদেশের একটি নিরাপত্তা সংস্থা ঘোষণা করেছে, মসুল শহরের দক্ষিণাঞ্চল থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১৮৭ জন সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

মুসলে দায়েশের ১৮৭ সদস্যের লাশ উদ্ধার

বার্তা সংস্থা ইকনা: নেইনাওয়া প্রদেশের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা কর্নেল ইউনুস ঘোষণা করেছেন: ইরাকের মসুল শহরের ৮০ কিলোমিটার দক্ষিণে "আল-জাজিরা" অঞ্চল থেকে পুলিশ বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১৮৭ জন সদস্যের লাশ উদ্ধার করেছে।
তিনি বলেন: এসকল লাশের মধ্যে দায়েশের বেশ কয়েক জন কমান্ডর রয়েছে। এছাড়াও আরব, তুর্কি, রাশিয়া, আফগান এবং আজারবাইজানের বেশ কিছু নাগরিকও রয়েছে। এসকল বিদেশী নাগরিক দায়েশের হয়ে যুদ্ধ করেছে।
কর্নেল ইউনুস বলেন: মসুল মুক্ত করার অপারেশনে দায়েশের অন্যান্য নেতারা এসকল সদস্যদের বিশেষ নির্দেশ পালনের জন্য আদেশ করে। কিন্তু এসকল সদস্যরা সেই আদেশ অমান্য করে। আর এজন্য দায়েশের অন্যান্য সদস্যরা তাদেরকে হত্যা করা।
ইরাকের নিরাপত্তা বাহিনীরা মাঝেমধ্যেই নেইনাওয়া প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে দায়েশের মৃতদেহ উদ্ধার খবর প্রকাশ করে।
iqna

 

 
captcha