IQNA

দুবাইয়ে কুরআনিক পার্ক + ছবি

23:05 - June 22, 2018
সংবাদ: 2606037
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের "আল-খাওয়ানিজ" অঞ্চলে নবনির্মিত কুরআনিক পার্কটি খুব শীঘ্রই দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।


বার্তা সংস্থা ইকনা: অলৌকিক চিহ্নসমূহের গুহা এবং কাচের ঘরের সমন্বয়ে এই পার্কে মোট ১২টি বাগান রয়েছে। এই বাগানগুলো কুরআনে বর্ণিত উদ্ভিদ দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এ জন্য এই পার্কের নাম আঙ্গুর, খোরমা, আঞ্জির (ডুমুর), যায়তুন, আনার (ডালিম), সিদর (মেহদী) এবং রেইহান (পুদিনা) রাখা হয়েছে এবং এসকল উদ্ভিদ এই পার্কে লাগানো হয়েছে।
এই পার্কটি পরিদর্শন এবং পার্কের বিভিন্ন স্থানের বিবরণ শুনে ৯০ মিনিটেরও অধিক সময় লাগবে। দর্শনার্থীরা কুরআনিক পার্কের দুটি অংশ তথা অলৌকিক চিহ্নসমূহের গুহা এবং কাচের ঘর বিনামূল্যে পরিদর্শন করতে পারবে।
পার্কটি ৬০ হেক্টর জমির উপর নির্মাণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে কুরআনে উল্লিখিত সাতটি অলৌকিক ঘটনা প্রদর্শন করা হবে।
পবিত্র কুরআনে বর্ণিত উদ্ভিদসমূহ বিক্রয়ের জন্য এই পার্কে বিশেষ বাজার রয়েছে। আগ্রহী দর্শনার্থীগণ এসকল বাজার থেকে পবিত্র কুরআনের বর্ণিত উদ্ভিদসমূহ বা তার বীজ সংগ্রহ করতে পারবে।
iqna

captcha