IQNA

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের সময় নির্ধারণকারী মিথ্যাবাদী

14:13 - September 16, 2018
সংবাদ: 2606736
ইমাম মাহদীর (আ.) আবির্ভাব কবে ঘটবে তা নির্দিষ্ট করে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কেননা আল্লাহর নির্দেশে ইমাম মাহদী (আ.) লোকচক্ষুর অন্তরালে গিয়েছেন এবং আল্লাহর নির্দেশেই তিনি আবার আবির্ভূত হবেন।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের সময় নির্ধারণকারী মিথ্যাবাদী
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী (আ.) সম্পর্কিত খ্যাতনামা কিতাব মিকইয়ালুল মাকারেম গ্রন্থে ইমাম মাহদীর (আ.) আবির্ভূত হওয়ার সম্ভবত সময় সম্পর্কে বর্ণিত হয়েছে : মুফাজ্জাল বিন উমর বলেছেন যে, আমি ইমাম জাফর সাদীকের (আ.) নিকট প্রশ্ন করলাম যে, ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের সুনির্দিষ্ট কোন সময় কি উল্লেখ করা সম্ভব যাতে মানুষ সে সম্পর্কে জ্ঞাত হতে পারে? জবাবে তিনি বলেন: মহান আল্লাহ এক্ষেত্রে সুনির্দিষ্ট কোন সময় নির্ধারণ করেন নি এবং এ বিষয়টি মানুষের আড়ালে রেখেছেন।

আবু বাসির বলেন যে, আমি একদা ইমাম জাফর সাদীকের (আ.) নিকট জিজ্ঞাসা করলাম: শেষ জামানায় ইমাম মাহদী (আ.) কখন কিয়াম বা বিপ্লব শুরু করবেন, সেটির কি কোন নির্দিষ্ট সময় বলা সম্ভব?

জবাবে ইমাম (আ.) বলেন: হে আবু বাসির! এক্ষেত্রে একমাত্র আল্লাহ সময় নির্ধারণ করতে পারেন। তাছাড়া অন্য কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা স্বয়ং রাসূল (সা.) বলেছেন যে, ইমাম মাহদীর (আ.) আবির্ভাব ও কিয়ামের সময় যদি কেউ নির্ধারণ করে, তবে সে নির্ঘাত মিথ্যা বলেছে।

captcha