IQNA

হযরত রোকাইয়া ও জায়নাব (সা. আ.) মাযার পুনর্নির্মাণের দায়িত্ব নিল হযরত আব্বাস (আ.)এর মাযার

22:08 - December 09, 2018
1
সংবাদ: 2607492
আন্তর্জাতিক ডেস্ক: কারবালায় অবস্থিত হযরত আব্বাস (আ.)এর মাযারের পক্ষ থেকে হযরত রোকাইয়া ও জায়নাব (সা. আ.) মাযার পুনর্নির্মাণ করা হবে। সিরিয়ায় এই দুই মাযার পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে প্রাথমিক গবেষণা শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত আব্বাস (আ.)এর মাযারের একটি বোর্ড হযরত রোকাইয়া (সা. আ.) ও হযরত জায়নাব (সা. আ.) মাযার পুনর্নির্মাণের দায়িত্ব গ্রহণ করেছে।
ইতিমধ্যে এই বোর্ড তাদের কাজ শুরু করেছে। মাজার রক্ষণাবেক্ষণ এবং পুনর্নির্মাণের জন্য দামেস্কে ক্ষেত্র গবেষণা শুরু করেছে এই বোর্ড।
এই বোর্ডটি বিদ্যুৎ গ্রিড রক্ষণাবেক্ষণ এবং পুরুষ ও মহিলাদের প্রবেশের প্রধান দরজা প্রস্তুত, এয়ার কন্ডিশনার এবং সিসিটিভি সিস্টেম সরবরাহ করার দায়িত্ব নিয়েছে। এছাড়াও এই বোর্ডের প্রযুক্তিগত সদস্যরা গম্বুজের আলো এবং জরিঘর পরিষ্কারের দায়িত্ব গ্রহণ করেছে।
উল্লেখ্য, এরপূর্বেও আব্বাস (আ.)এর মাযারের পক্ষ থেকে এধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Salma afroz
0
0
Mashaallah very good initiative. JazakAllah
captcha