IQNA

দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন হেফজের জন্য ই-লার্নিং পদ্ধতি চালু

15:44 - December 14, 2018
সংবাদ: 2607535
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের "খাইরাকুম" জামিয়াত দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন হেফজের ক্ষেত্র সাহায্য করার জন্য ই-লার্নিং পদ্ধতি চালু করেছে।

বার্তা সংস্থা ইকনা: খাইরাকুম জামিয়াত জেদ্দা শহরের বিভিন্ন মসজিদের বিশেষ করে উক্ত শহরের প্রসিদ্ধ "আস-সুরুর" মসজিদে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআন হেফজের জন্য বিশেষ কোর্স চালু করেছে।
কুরআনের হাফেজ এবং জামিয়াতের শিক্ষক আলী বায়াজাজা ই-লার্নিং (ইলেকট্রনিক শিক্ষা ব্যবস্থা) কোর্সে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইলেকট্রনিক ডিভাইস এবং ব্রেইল বর্ণমালায় লিখিত কুরআন শরিফের পাণ্ডুলিপির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন শিক্ষা ও হেফজের ক্ষেত্রে সহায়তা করছেন।
"খাইরাকুম" জামিয়াতের প্রধান আব্দুল আজিজ হানাফি এ ব্যাপারে বলেন: এই সংগঠন চেষ্টা করছে, দৃষ্টি প্রতিবন্ধীদের যেন কুরআন হেফজের ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন না হতে হয়। যেসকল ব্যক্তিরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য দুই ভাষায় (আরবি ও ইংরেজি) "নুরানী" নামক কুরআনিক প্রোগ্রাম ব্যবস্থা করা হয়েছে। এই প্রোগ্রামটি মোবাইলে ইন্সটল করে যে কেউ অতি সহজেই কুরআন হেফজ করতে পারবে।
iqna

captcha