IQNA

মাদ্রিদে ইসলামিক কালচার ইন্সটিটিউটের উদ্বোধন + ছবি

13:43 - December 16, 2018
সংবাদ: 2607554
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০০ জন অধ্যাপক, বিশেষজ্ঞ এবং সেদেশে বসবাসরত অনেক বিদেশী কূটনীতিকদের উপস্থিতে মাদ্রিদে ইসলামী সংস্কৃতি এবং ধর্মীয় সহনশীলতা ইন্সটিটিউটটি উদ্বোধন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত ইন্সটিটিউটের উদ্বোধনী হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ধর্মীয় সহনশীলতা মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক।
আমিরাতের ধর্মীয় সহনশীলতা মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক বক্তৃতায় বলেন: আমিরাত ও স্পেনের মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ক রয়েছে। উভয় দেশ সমাজের দিক থেকে ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সকল ধর্ম ও বিশ্বাসের অনুসারীদের মধ্যে সংলাপ এবং গঠনমূলক মিথস্ক্রিয়া তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মাদ্রিদে ইসলামী সংস্কৃতি এবং ধর্মীয় সহনশীলতা ইন্সটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের এনডাউমেন্টস এবং ইসলামী বিষয়ক বিভাগের প্রধান মাতার আল-কায়বী, স্পেনে আমিরাতের রাষ্ট্রদূত হাসাতু আব্দুল্লাহ আল-আতবিয়া, মুসলিম সংখ্যালঘু পরিষদের মহাসচিব মুহাম্মাদ বেশারী, বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক মুফতি মুস্তাফা সিরিচ এবং স্পেনের ইসলামিক স্টাডিজ সেন্টারের "গ্রানাডা" প্রধান মুহাম্মাদ বিন সালেহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন।
iqna

 

captcha