IQNA

সিরিয়ার শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী;

দামেস্কে ৩০ হাজার এতিম শিশু রয়েছে

21:24 - December 16, 2018
সংবাদ: 2607560
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী ঘোষণা করেছেন: সিরিয়ার রাজধানী দামেস্ক এবং তার আশেপাশের অঞ্চলে ৩০ হাজার এতিম শিশুর নাম নিবন্ধন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী রিমা ক্বাদেরী বলেন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় অনাথ শিশুদের সংখ্যার জরিপ শুরু করেছে। এই কাজ দামেস্ক থেকে শুরু করা হয়েছে এবং দামেস্কে জরিপের কাজ শেষ হলে অন্যান্য শহরে এই জরিপ সম্পন্ন করা হবে।
তিনি বলেন: সিরিয়ায় সংঘর্ষের শুরু থেকে এদেশের বিভিন্ন এতিমখানায় ৬০০ এতিম শিশু ছিল। তবে এখন এতিম শিশুর সংখ্যা অনেক বেশী।
রিমা ক্বাদেরী বলেন: সর্বশেষ জরিপ অনুযায়ী দামেস্ক ও এর আশেপাশের অঞ্চলসমূহে ৩০ হাজার শিশুর নাম নিবন্ধন করা হয়েছে।
iqna

 

captcha