IQNA

মার্কিন জোট বাহিনীর হামলায় ধ্বংস হলো মসজিদ

16:53 - December 17, 2018
সংবাদ: 2607563
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নেতৃত্বাধীন দায়েশ বিরোধী জোট সিরিয়ার দেইর আল-জুর প্রদেশের হাজিন শহরের একটি মসজিদ ধ্বংস করেছে। জোট বাহিনী দাবী করেছ, এই মসজিদটিকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তাদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ায় ফুরাত নদীর পূর্বাঞ্চলের হাজিন মিনিটাউনটি দায়েশের নিয়ন্ত্রণাধীন সর্বশেষ মিনিটাউন। এই মিনিটাউনটি দায়েশের কবল থেকে মুক্ত করার জন্য আমেরিকার সহায়তা সিরিয়ার সেনা বাহিনী যুদ্ধ করছে।
আমেরিকান জোট বলেছে, হামলা চালানোর জন্য দায়েশের ১৬ জন সশস্ত্র সন্ত্রাসী এই মসজিদটিকে ব্যবহার করত।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, মসজিদটি ধ্বংস করার সময় বেশ কয়েক জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সকল সন্ত্রাসী ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ ছিল।
সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর মুখপাত্র লেইলাভী আব্দুল্লা দেইর আল-জুর প্রদেশে ঘোষণা করেছেন: বর্তমানে হাজিন শহর জোট বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।বাহিনী
আমেরিকা, রাশিয়া ও সিরিয়ার সেনা বাহিনীর হামলার ফলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস তাদের অধিকাংশ নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
iqna

 

captcha