IQNA

বাহরাইনের মসজিদ থেকে ১৮ জন বাঙ্গালী কর্মী বহিষ্কার

17:15 - December 17, 2018
সংবাদ: 2607564
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের মিডিয়া ঘোষণা করেছে, বাহরাইনের আহলে সুন্নত এন্ডোভমেন্ট অফিস সেদেশের বিভিন্ন মসজিদ থেকে ১৮ জন বাঙ্গালী কর্মীকে বহিষ্কার করেছে।

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের সংবাদ উৎস ঘোষণা করেছে: বাহরাইনের "আল-মাহরাক" শহরের "বিন শাদ্দাহ" মসজিদের পেশ ইমামের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাহরাইনের আহলে সুন্নত এন্ডোভমেন্ট অফিসের নির্দেশে ১৮ জন বাঙ্গালী কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশী বংশোদ্ভূত মুয়াজ্জিন কর্তৃক "বিন শাদ্দাহ" মসজিদের পেশ ইমাম নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, "বিন শাদ্দাহ" মসজিদের পেশ ইমাম "শেইখ আব্দুল জালিল হামুদ আয-যিয়াদী"কে আগস্ট মাসে বাংলাদেশী বংশোদ্ভূত মুয়াজ্জিন হত্যা করে তার মৃতদেহকে টুকরো টুকরো কর।
বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুমিন রহমান এ ব্যাপারে বলেন: এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ১৮ জন কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে দ্রুত সেদেশ ত্যাগ করার কথা বলা হয়েছে।
তিনি বলেন: বহরাইনের কর্তৃপক্ষ অপর ১০ জনকে সতর্ক করেছে এবং তাদেরকে চলতি সপ্তাহের শেষে বাহরাইন ত্যাগ করার জন্য নোটিশ দিয়েছে।
iqna

 

captcha