IQNA

কুয়েতে নারীদের জন্য কুরআনিক কেন্দ্র উদ্বোধন

18:32 - December 17, 2018
সংবাদ: 2607565
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের এনভায়রনমেন্ট মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক স্টাডিজ ও কুরআন বিজ্ঞান বিভাগের পরিচালক সেদেশের "আল আহমাদী" প্রদেশের "ফাহাদ আল আহমাদ" এলাকায় ১৫ থেকে ১৯ বছরের নারীদের জন্য কুরআনিক কেন্দ্র উদ্বোধন হওয়ার খবর জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইসলামিক স্টাডিজ ও কুরআন বিজ্ঞান বিভাগের পরিচালক ফাহাদ আল-জানফাভী বলেন: উক্ত কুরআনিক কেন্দ্র নাম "আর-রিয়াদা"। কুয়েতের "মুবারাকুল কাবির" এবং "আল-আহমাদী" প্রদেশের ১৬ থেকে ১৯ বছরের নারীরা এই কেন্দ্রে কুরআন শিক্ষা অর্জন করতে পারবেন।
তিনি বলেন: এই কেন্দ্রে মেয়েরা আগামী সেমিস্টার (শীতকালীন সেমিস্টার) থেকে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
ফাহাদ আল-জানফাভী আরও বলেন: কুয়েতের এন্ডোমেন্টের আওতাধীন ইসলামিক স্টাডিজ ও কুরআনিক স্টাডিজ বিভাগ এদেশের বিভিন্ন প্রদেশে কুরআন ও ইসলামিক স্টাডিজের নতুন ২০টি কেন্দ্র চালু করেছে। বর্তমানে কুয়েতে নতুন ও পুরাতন দিয়ে শতাধিক কুরআনিক কেন্দ্র রয়েছে। এসকল কেন্দ্র কুয়েত সামাজিক সেবা অফিস কর্তৃক অনুমোদিত।
ফাহাদ আল-জানফাভী বলেন: নতুন কুরআনিক কেন্দ্রসমূহে সকালে অবসরপ্রাপ্তদের জন্য কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা করছি। এসময় তারা এই সেন্টারের ক্লাসে অংশগ্রহণ করে কুরআন তিলাওয়াত ও ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে।
iqna

 

captcha