IQNA

মুসলিমবিরোধী পোস্ট: ফেসবুকে সাময়িক নিষেধাজ্ঞায় ইসরাইলের প্রধানমন্ত্রীর ছেলে

20:44 - December 17, 2018
সংবাদ: 2607570
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়ায়ের ফেসবুক পেজ সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। মুসলিমবিরোধী পোস্ট ও জনপ্রিয় এই সামাজিকমাধ্যমকে স্বৈরাচার আখ্যায়িত করে পোস্ট দেওয়ার ২৪ ঘণ্টার জন্য ফেসবুক এই পদক্ষেপ নেয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বৃহস্পতিবার ফেসবুকে নেতানিয়াহুর ছেলে এক পোস্টে বলেছে, সব মুসলমানকে ইসরাইল ছাড়তে হবে। আপনারা কি জানেন কোন কোন দেশে কোনও হামলা হয় না? আইসল্যান্ড ও জাপানে। কাকতালীয়ভাবে সেখানে কোনও মুসলমান নেই।

ফেসবুক এই পোস্টটি মুছে ফেলে। পরে নেতানিয়াহুর ছেলে আরেক সামাজিক মাধ্যম টুইটারে ফেসবুকের সমালোচনা করেন। তিনি ফেসবুককে স্বৈরাচারী চিন্তার বলে আখ্যায়িত করেন। আরটিএনএন

captcha