IQNA

হামাসের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাখো জনতার ঢল + ছবি

20:58 - December 17, 2018
সংবাদ: 2607572
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা, বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে এই অঙ্গীকার ব্যক্ত করে হামাস। ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে কুচকাওয়াজ করেছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। কুচকাওয়াজ অনুষ্ঠানে হামাস ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অন্যান্য অস্ত্র ও সামরিক যান প্রদর্শন করে।

গাজা উপত্যকার খান ইউনুস শহরে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় হামাসের বিশেষ ইউনিট ট্রাকে করে ক্ষেপণাস্ত্র নিয়ে মার্চ-পাস্ট করে।

সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলকে হটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারে ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর হামাস প্রতিষ্ঠিত হয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় সংগঠনটি গড়ে তোলেন শেখ আহমদ ইসমাইল ইয়াসিন।

২০০৪ সালের ২২ মার্চ ভোরে ফজরের নামাজে যাবার সময় ইসরাইলি বাহিনী হেলিকপ্টার থেকে মিসাইল ছুঁড়ে তাকে হত্যা করে। দু’লাখ লোকের ঢল নেমেছিল তার দাফন অনুষ্ঠানে।
iqna

 

captcha