IQNA

তেল আবিবে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করল ইসরাইল

18:53 - March 25, 2019
সংবাদ: 2608198
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দীর্ঘ পাল্লার রকেট দিয়ে দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে হামলা করা হয়েছে। হামলার ফলে অন্তত ছয় জন আহত হয়েছে। হামলার এই বিষয়টি ইসরাইল নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলি সেনা ঘোষণা করেছে: আজ (সোমবার) সকালে তেল আবিবে সতর্ক এলার্ম শোনার কিছুক্ষণের মধ্যেই গাজা স্ট্রিপ থেকে তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইসরাইলের মিডিয়াসমূহ এই হামলার ফলে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে বলে ঘোষণা করেছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা আশ্রয়স্থলে স্থানান্তর হওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে সংবাদ উৎস তেল আবিবের উত্তরাঞ্চলে এবং যায়নবাদী শাসনের কেন্দ্রস্থলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর জানিয়েছে।

ইহুদিবাদী বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর তেল আবিবের মিশমেরেত এলাকায় দীর্ঘ পাল্লার রকেট হামলা চালানো হলো। হামলার পর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহু আমেরিকা সফর সংক্ষিপ্ত করেছে। রকেট হামলার আগ মুহূর্তে নেতানিয়াহু আজ (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছে।

রকেট হামলার কারণে মধ্য তেল আবিবে সাইরেন বাজানো হয়। গত দুই বছরের মধ্যে এটা রকেট হামলার বিষয়ে প্রথম সতর্কতামূলক পদক্ষেপ। স্থানীয় লোকজন জানিয়েছে, তারা বিস্ফোরণের শব্দ শুনেছে এবং কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। iqna

 

 

 

 

captcha