IQNA

'আমেরিকা শুধু ইরাকের তেল লুট নিয়ে চিন্তিত'

0:02 - August 02, 2020
সংবাদ: 2611247
তেহরান (ইকনা): ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্যতম সংগঠন আসা’ইব আল-হাকের নেতা কায়িস আল-খাজালি বলেছেন, আমেরিকা শুধু ইরাকের তেলসম্পদ লুট করা নিয়ে চিন্তিত; তারা কখনো ইরাকি জাতি ও তাদের দুর্দশা নিয়ে ভাবে না।

কায়িস আল-খাজালির বরাত দিয়ে ইরাকের আল-আহাদ টেলিভিশন নেটওয়ার্ক এ খবর দিয়েছে। তিনি বলেন, আমেরিকা শুধু আমাদের জনগণকে বঞ্চিত করে নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া তার এ বক্তৃতা ইরাকি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়।

আসা’ইব আল-হাকের নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র চিন্তা করছেন কীভাবে ইরাকের তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় এবং কীভাবে ইরাকের বিদ্যুতখাতের চুক্তি নিশ্চিত করা যায়। খাজালি ইরাকের বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগের সরকার জার্মান কোম্পানি সিমেন্সের সঙ্গে যে চুক্তি করেছিল তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, এ চুক্তির বাস্তবায়ন হবে সার্বভৌম সিদ্ধান্ত।
সূত্র: পার্সটুডে

captcha