IQNA

মার্কিন ইতিহাসে প্রথমবার ফেডারেল মুসলিম বিচারক

16:25 - June 11, 2021
সংবাদ: 2612939
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক হিসেবে বাইডেনের মনোনয়ন পাওয়া জাহেদ কোরেশি সিনেটের ভোটে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুন) সিনেটের ৮১-১৬ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এরই মাধ্যমে আমেরিকার ২৪৪ বছরের ইতিহাসে প্রথম ফেডারেল মুসলিম বিচারক হিসেবে তিনি নাম লিখিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে বিচারকের পদে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কোরেশিসহ ১১ জন বিচারক মনোনয়ন দিয়েছিলেন।

তাদের মধ্যে প্রথম এশিয়ান আমেরিকান নারী বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসনসহ তিন জন কৃষ্ণাঙ্গ নারীও ছিলেন। iqna

captcha