IQNA

গাজা যুদ্ধের বিষয়ে নাসরুল্লাহর সঙ্গে আন-নাখালার বৈঠক 

20:28 - August 24, 2022
সংবাদ: 3472346
তেহরান (ইকনা): ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।
লেবানন সফরে গিয়ে তিনি এ বৈঠক করেন বলে সংবাদ মাধ্যম 'আল-আহাদ' আজ (বুধবার) জানিয়েছে।
 
প্রতিরোধ ফ্রন্টের এই দুই নেতা গাজার সর্বশেষ যুদ্ধ, বর্তমান পরিস্থিতি ও জর্ডান নদীর পশ্চিম তীরের সর্বশেষ অবস্থা নিয়ে মতবিনিময় করেছেন। সর্বশেষ যুদ্ধের রাজনৈতিক প্রভাব, গণমাধ্যমের ভূমিকা এবং যুদ্ধের ময়দানে ইসলামি জিহাদের সাহসিকতাসহ নানা বিষয় নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। আবারও যুদ্ধ শুরু হলে কৌশল কী হবে তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।
 
বর্ণবাদী ইসরাইলি সেনারা সম্প্রতি গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। তিনদিন ধরে চলা এ পাশবিক হামলায়  অন্তত ১৫ শিশু ও দুই নারীসহ ৪৯ ফিলিস্তিনি শহীদ এবং ৩৬০ জন আহত হন। একইসঙ্গে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন গাজা থেকে ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েকশ’ রকেট নিক্ষেপ করে।
 
প্রতিরোধ সংগ্রামীরা বিশেষকরে রাজধানী তেল আবিব ও সেখানকার বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ইসলামি জিহাদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের শর্ত মেনে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় দখলদার ইহুদিবাদী ইসরাইল। 4080496
captcha