IQNA

মানুষের জন্য গঠনমূলক এবং দরকারি চিন্তা

0:08 - October 04, 2022
সংবাদ: 3472577
তেহরান (ইকনা): “চিন্তা” অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পবিত্র কুরআনে চিন্তা করার একটি অত্যন্ত উচ্চ স্থান রয়েছে, এর কারণও অতি স্পষ্ট, চিন্তা মানুষকে স্খলন থেকে বিরত রাখে এবং তাকে সঠিক পথ দেখায়।

মানুষ একটি চিন্তাশীল প্রাণী, এবং তার ও অন্যান্য প্রাণীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল চিন্তা করার ক্ষমতা। তবে চিন্তাভাবনা সর্বদা ইতিবাচক, গঠনমূলক এবং দরকারি নয়। এটি একজন ব্যক্তিকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যেতে পারে। অতএব, একজন ব্যক্তির পক্ষে সেই চিন্তাভাবনা জানা প্রয়োজন যা একজন ব্যক্তিকে গাইড করে এবং তার জন্য যা প্রয়োজন সেগুলো খুঁজে বের করে এবং নিজের চিন্তা ও বিবেককে তার জন্য উৎসর্গ করে।
পবিত্র কুরআনের আয়াতে মহান আল্লাহ সেই বিষয়গুলো প্রকাশ করেছেন যেগুলো নিয়ে মানুষের চিন্তা করা দরকার। এর মধ্যে একটি বিষয় হচ্ছে সৃষ্টিজগত নিয়ে ভাবনা। এই ধরণের চিন্তাভাবনা মহাবিশ্ব এবং এর স্রষ্টাকে বোঝার জন্য দরকারি এবং প্রয়োজনীয়: এ ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন:


الَّذِینَ یَذْكُرُونَ اللَّهَ قِیَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَیَتَفَكَّرُونَ فِی خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ


যারা দাঁড়িয়ে এবং বসে ও তাদের পার্শ্বদেশে (শায়িত অবস্থায়) আল্লাহকে স্মরণ করে এবং আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে চিন্তা করে; (ও বলে,) ‘হে আমাদের প্রতিপালক! তুমি একে অযথা সৃষ্টি করনি, তুমি (অসার কর্ম হতে) মহাপবিত্র; সুতরাং আমাদের (জাহান্নামের) আগুনের শাস্তি হতে রক্ষা কর।
সূরা আলে ইমরান, আয়াত: ১৯১।
পবিত্র কুরআনে মানব চিন্তার জন্য উপযোগী ও কার্যকর আরেকটি বিষয় হলো অতীতের মানুষ ও জাতির ইতিহাস ও ভাগ্য নিয়ে চিন্তা করা। এ ব্যাপারে পবিত্র কুরআনে বলা হয়েছে:


أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ كَانُوا مِنْ قَبْلِهِمْ كَانُوا هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَآثَارًا فِي الْأَرْضِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُمْ مِنَ اللَّهِ مِنْ وَاقٍ


এরা কি যমীনে বিচরণ করে না? ফলে দেখত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল। তারা এদের চেয়ে যমীনে শক্তিতে এবং কীর্তিতে ছিল প্রবলতর। তারপর আল্লাহ তাদেরকে তাদের অপরাধের জন্য পাকড়াও করলেন এবং আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষাকারী কেউ ছিল না।
সূরা গাফির, আয়াত: ২১।
গঠনমূলক এবং দরকারি চিন্তার বিপরীতে, কিছু ক্ষেত্রে চিন্তা করা নিষেধ করা হয়েছে। কারণ কিছু চিন্তা রয়েছে যা শুধুমাত্র সমস্যা ও দুর্নীতির দিকে পরিচালিত করে, বিশেষ করে লালসার বিষয়ে চিন্তা করা এবং মহান আল্লাহর সত্ত্বার ব্যাপারে চিন্তা করা।

captcha