IQNA

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বক্তব্যের কুরআনের রেফারেন্স;

"আস-সাবিকুন আল-আউয়ালুন" কীভাবে আল্লাহর কাছে সন্তুষ্টিতে পরিণত হয়

0:02 - October 05, 2022
সংবাদ: 3472586
তেহরান (ইকনা): সূরা "তওবা"র ১০০ নম্বর আয়াত অনুসারে বলা উচিত যে "আস-সাবিকুন আল-আউয়ালুন" যারা প্রথম দিনের মতো ঈমান ও সৎকাজের পথে অগ্রসর হয়, তারা মহান আল্লাহর কাছে সন্তুষ্ট হবে। তবে শুধুমাত্র অগ্রগামী এবং ধর্মীয় ইতিহাস থাকলেই আল্লাহর সন্তুষ্টির অধিকারী হওয়া সম্ভব নয়।
পবিত্র প্রতিরক্ষার ভেটেরান্স এবং কমান্ডারদের সাথে বৈঠকে সাম্প্রতিক বক্তব্যের অংশে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী প্রবীণদের জন্য "আস-সাবিকুন আল-আউয়ালুন" এবং "ওয়া আল-সাবিকুনা আস-সাবিকুন" ইঙ্গিত করে বলেছেন: অর্থাৎ যারা প্রয়োজনকে অন্যদের চেয়ে আগে চিনতে পেরেছেন এবং বুঝেছেন, তারা সেই প্রয়োজন পূরণে ছুটে গেছেন। তাও কঠিন ময়দানে যেমন যুদ্ধক্ষেত্র, জিহাদের ময়দান, ত্যাগের ময়দানে এবং তারাই আস-সাবিকুন।  তাই তাদের প্রশংসা করা ও সম্মান করা আমাদের সকলের কর্তব্য।
"আস-সাবিকুন আল-আউয়ালুন" বাক্যটি সূরা তাওবার ১০০ নম্বর আয়াতের একটি অংশ, যার সম্পূর্ণ অংশটি নিম্নরূপ:
«وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ»
এবং মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম সারির অগ্রগামী এবং যারা উত্তমভাবে তাদের অনুগমন করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে; এবং তাদের জন্য আল্লাহ এমন উদ্যানসমূহ প্রস্তুত রেখেছেন যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, আর এটাই মহাসাফল্য।
এই আয়াতের শানে নুযুল সম্পর্কে শেখ তুসী বলেন: এই আয়াতটি যেই ব্যক্তির ব্যাপারে নাযিল হয়েছে, তার সম্পর্কে মতভেদ রয়েছে। আবূ মূসা, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, ইবন সিরীন এবং কাতাদাহ বলেন: এই আয়াতটি তার উপর নাযিল হয়েছে, যিনি উভয় কিবলামুখীতে (মসজিদুল আকসা এবং মসজিদুল হারাম) সালাত/ নামাজ আদায় করতেন।
এই আয়াতে সদর ইসলামের (অর্থাৎ ইসলামের প্রথম যুগের) মুসলমানদের তিনটি দলে বিভক্ত করা হয়েছে: ইসলাম ও হিজরাতে অগ্রগামী, নবীকে সাহায্য করা ও তাদের পথ অনুসরণকারী অভিবাসী এবং সেই সকল মুতায়াখখিরিন যারা তাদের পথকে অব্যাহত রেখেছেন। 4088405
 
captcha