IQNA

অর্থনৈতিক উন্নতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে : রাহবার

18:13 - June 05, 2016
সংবাদ: 2600907
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, ইসলামী বিপ্লবের শত্রুরা ইরানের অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করতে চায়; তাই শত্রুদের চক্রান্তকে ব্যর্থ করতে হলে অর্থনৈতিক উন্নতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।

বার্তা সংস্থা ইকনা রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ রবিবার ৬ই মে রাজধানী তেহরানে ইরানের নতুন সংসদ সদস্যদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: অর্থনীতিই হচ্ছে দেশের প্রথম সমস্যা এবং এর সঠিক সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে। অভ্যন্তরীণ উৎপাদনই হচ্ছে দেশের মন্দা অবস্থা দূর করার মূল চিকিৎসা এবং ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

তিনি বলেন, এরইমধ্যে দেশের কর্মকর্তাদের "প্রতিরোধমূলক অর্থনীতিগড়ে তোলার ঘোষণা দিয়েছেন; যার মূল ভিত্তি হবে দেশীয় উৎপাদন।

তিনি আরও বলেন, আমাদেরকে প্রতিটি সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখতে হবে এবং খুঁজতে হবে কোথায় প্রতিরোধমূলক অর্থনীতি লুকিয়ে আছে।

উল্লেখ্য ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা হওয়ার পর ইরানে বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রতিনিধিদল আসছে এবং তাদের সাথে নতুন নতুন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে।

অনুষ্ঠানে ইরানের নতুন পার্লামেন্টের স্পীকার আলী লারিজানি স্বাগত বক্তব্য রাখেন

iqna


captcha