IQNA

মিশরে হস্তলিখিত ঐতিহাসিক কুরআন "চন্দ্র শিল্পকর্ম"

23:52 - September 03, 2016
সংবাদ: 2601510
আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক নেটওয়ার্ক ফেসবুক ব্যবহারকারীরা মিশরের পবিত্র কুরআনের হস্ত লিখিত একখণ্ড পাণ্ডুলিপিকে "চন্দ্র শিল্পকর্ম" হিসেবে নির্বাচন করেছেন।
মিশরে হস্তলিখিত ঐতিহাসিক কুরআন
বার্তা সংস্থা ইকনা: মিশরের বোহাইরা প্রদেশের রশিদ শহরে অবস্থিত সেদেশের জাতীয় জাদুঘরের কর্তৃপক্ষ প্রতিমাসে নিজেদের ফেসবুক একাউন্টের পৃষ্ঠায় ঐতিহাসিক শিল্পকর্মের কয়েকটি ছবি পোষ্ট করেন। এসকল ঐতিহাসিক শিল্পকর্মের ছবি পোষ্ট করার মাধ্যমে সামাজিক নেটওয়ার্ক ফেসবুক ব্যবহারকারীদের নিকটে ঐতিহাসিক শিল্পকর্ম নির্বাচনের জন্য আহ্বান জানান।

মিশরের জাতীয় জাদুঘরের পরিচালক "সায়িদ রাখা" এ ব্যাপারে বলনে: সম্প্রতি জাদুঘরের পক্ষ থেকে "চন্দ্র শিল্পকর্ম" নির্বাচনের জন্য সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের নিকট আহ্বান জানানো হয়। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা সেপ্টেম্বর মাসে "চন্দ্র শিল্পকর্ম" নির্বাচন করেন। "চন্দ্র শিল্পকর্ম" হিসেবে তারা হস্ত লিখিত প্রাচীন একখণ্ড কুরআন শরিফকে নির্বাচন করেছেন। উক্ত ঐতিহাসিক কুরআন শরিফটি কালো কালি দিয়ে লেখা হয়েছে। কুরআন শরিফের প্রতি পৃষ্ঠার চার পাশে সোনালি ও লাল রং দিয়ে ডিজাইন করা হয়েছে।

উক্ত প্রাচীন ও ঐতিহাসিক কুরআন শরিফের প্রতি সূরার নাম সাদা রং দিয়ে লেখা হয়েছে এবং প্রতি আয়াতের দূরত্ব হলুদ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।

iqna

মিশরে হস্তলিখিত ঐতিহাসিক কুরআন


captcha