IQNA

জাহান্নামের আগুন থেকে মুক্তির জিকির কি?

22:54 - November 04, 2016
সংবাদ: 2601884
আন্তর্জাতিক ডেস্ক: যে ব্যক্তি ‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার’ প্রতিদিন চল্লিশবার এ জিকিরটি পাঠ করবে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।
জাহান্নামের আগুন থেকে মুক্তির জিকির কি?

বার্তা সংস্থা ইকনা: ইমাম জাফর সাদীক (আ.) থেকে বর্ণিত হয়েছে যে, যদি কেউ প্রত্যেক ফরজ নামাযের শেষ ৪০ বার ‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার’ জিকিরটি পাঠ করে, তাহলে সে নামাযের স্থান থেকে উঠার পূর্বে আল্লাহর দরবারে কোন দোওয়া করলে, আল্লাহ তা কবুল করে নিবেন।

মহানবী (সা.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে, যে ব্যক্তি নামাযের পর ‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার’ এ জিকিরটি ত্রিশ বার পাঠ করবে; আল্লাহ তার উপর থেকে অনেক বালা-মুসিবত দূর করবেন; যথা: বাড়ী-ঘর ধ্বংস হওয়া, আগুনে দগ্ধ হওয়া, পানিতে ডোবা, হিংস্র পশুর আক্রমণ, যন্ত্রণাদায়ক মৃত্যু এবং সব ধরনের আসমানি বিপদ থেকে রক্ষা পাবে। এছাড়া এ সম্পর্কে ইমাম জাফর সাদীক (আ.) থেকে অপর একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, যদি কেউ প্রতিদিন ১০০ বার এ জিকিরটি পাঠ করবে, আল্লাহ তার শরীরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।

এ জিকিরটি পাঠের অপরিসীম সওয়াব সম্পর্কে ইমাম রেজা (আ.) থেকেও হাদীস বর্ণিত হয়েছে। এ হাদীসে তিনি বলেছেন যে, যদি কারও নিকট তুরবাতে ইমাম হুসাইনের (আ.) তসবিহ বা কারবালার পবিত্র মাটির তসবিহ থাকে এবং সে উক্ত তসবিহর দানা দিয়ে ‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার’ এ জিকিরটি পাঠ করে, তাহলে প্রতিবার পাঠের জন্য আল্লাহ তাকে ৬ হাজার সওয়াব দিবেন ও ৬ হাজার গুনাহ ক্ষমা করবেন। আর তাকে ৬ হাজার শাফায়াত ও ৬ হাজার মর্যাদার অধিকারী করবেন।

সূত্র: মাফাতিউল জানান, পৃ. ৮৩০
captcha