IQNA

নিউজিল্যান্ডে ইসলামিক সেন্টারের অবমাননা

0:04 - December 26, 2016
সংবাদ: 2602236
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে "মার্রবরো" এলাকার ইসলামিক সেন্টারের শূকরের রক্তাক্ত মাংস নিক্ষেপ করে উক্ত ইসলামিক সেন্টারের অবমাননা করেছে ইসলাম বিদ্বেষীরা।


বার্তা সংস্থা ইকনা: নিউজিল্যান্ডের বিভিন্ন মিডিয়া এবং সংবাদপত্রে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, ইসলাম বিদ্বেষীরা মার্রবরো" এলাকার ইসলামিক সেন্টারের শূকরের রক্তাক্ত মাংস নিক্ষেপ করেছে। ইসলামিক সেন্টারের অবমাননা করে বর্ণবাদীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এই বিষয়ে তীব্র সমালোচনা করে সেদেশের এক টেলিভিশন চ্যানেলে এক পুলিশ অফিসার বলেছেন: এই ঘটনার সাথে জড়িত থাকার ব্যাপারে যদি কেউ কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠীকে সন্দেহ করে তাহলে সে এ ব্যাপারে পুলিশ ডিপার্টমেন্ট অভিযোগ করতে পারে।

ধর্ম এবং ইবাদতের স্থানের মানহানি বিষয়টি কোনমতেই সমর্থনযোগ্য নয়। এই দাম্ভিকতার প্রতিবাদ অবশ্যই করা হবে।

তিনি আরও বলেন: নিউজিল্যান্ডের অধিকাংশ জনগণ এধরণের কাজকে পছন্দ করে না। সংখ্যালঘু কিছু ব্যক্তির জন্য সকল মানুষকে দোষারোপ করা উচিত নয়। আমরা আশবাদী অতি শীঘ্রই ঘাতককে গ্রেফতার করা সম্ভব হবে।

বলাবাহুল্য, নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে "মার্রবরো" শহরটির অবস্থান এবং এই শহরে শুধুমাত্র একটি ইসলামিক সেন্টার রয়েছে।

iqna


captcha