IQNA

মিয়ানমারে মুসলিম শিশুদের বিরুদ্ধে সহিংসতা পর্যবেক্ষণ করবে ইউনিসেফ

23:56 - February 05, 2017
সংবাদ: 2602482
আন্তর্জাতিক ডেস্ক: হিউম্যান রাইটস হাইকমিশনারের রিপোর্ট পর্যালোচনার পর জাতিসংঘের শিশু তহবিল "ইউনিসেফ" মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ব্যাপক হামলার ব্যাপারে বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের হিউম্যান রাইটস হাইকমিশনারের রিপোর্ট পর্যালোচনা করার পর শিশু তাহবিল 'ইউনিসেফ' মিয়ানমারের মুসলমানদের অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

ইউনিসেফ এই বিবৃতির মাধ্যমে মিয়ানমারের মুসলিম শিশুদের বিরুদ্ধ সহিংসতা, হামলা ও নৃশংসতা বন্ধ এবং তাদের আত্মিক, মানসিক এবং স্বাস্থ্যের সেবার প্রতি গুরুত্বারোপ করেছে।

এই বিবৃতিতে ইউনিসেফ বলেছে: মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা শিশুদের উপর যে স্পষ্ট সহিংসতা এবং নিপীড়ন করা হয়েছে, সেটা কোন মতেই গ্রহণযোগ্য নয়। তারা কোন জাতী, মাজহাব ও ধর্মের অনুসারী সে কথা বিবেচনা না করে তাদের সাহায্য করার প্রয়োজন রয়েছে। কারণ এটা তাদের অবিচ্ছেদ্য অধিকার।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে অত্যাচার করা হয়েছে, সেটাকে "নিষ্ঠুর ও ভয়াবহ" বলে অবিহিত করেছে।

এই প্রতিবেদনে, মিয়ানমারের মুসলমানদের ওপর সেদেশের উগ্র বৌদ্ধরা গণধর্ষণ, ইচ্ছাকৃত শিশু হত্যা, নির্মমভাবে পেটানো এবং অপহরণ সহ মানবাধিকারের অন্যান্য গুরুতর লঙ্ঘনের কথা ব্যক্ত করা হয়েছে।

iqna


captcha