IQNA

২0টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কায়রোর "ইসলামী ঐতিহ্য" কনফারেন্স

22:18 - March 06, 2018
সংবাদ: 2605195
আন্তর্জাতিক ডেস্ক: কায়রোয় "ইসলামী ঐতিহ্য" আলোকে আন্তর্জাতিক কনফারেন্স আগামীকাল (৭ম মার্চে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত শীর্ষক কনফারেন্সে ২০টি দেশের গবেষকগণ অংশগ্রহণ করবেন।

 

বার্তা সংস্থা ইকনা: এই কনফারেন্স সম্পর্কে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত উসুলে দ্বীন অনুষদের প্রধান আব্দুল ফাত্তাহ আওয়ারি বলেন: এই কনফারেন্স ইসলামী ঐতিহ্য অধ্যয়ন, ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা এবং সঠিক ও ভ্রান্তি ধারণা বোঝার উদ্দেশ্য অনুষ্ঠিত হবে।

উক্ত শীর্ষক কনফারেন্সে ইরাক, কুয়েত, ইন্দোনেশিয়া, মরক্কো, আলজেরিয়া, ভারত, ডেনমার্ক, ইউএই, লেবানন এবং ... গবেষকগণ অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের কর্মসূচী আগামীকাল শুরু হবে এবং দুই দিন অব্যাহত থাকবে। আল-আজহার উলামা কাউন্সিলের সভাপতিত্বে "ইসলামী ঐতিহ্য" কনফারেন্স অনুষ্ঠিত হবে।     

কনফারেন্সে "ইসলামী ঐতিহ্য এবং এসম্পর্কে সচেতনতা বৃদ্ধি", "পাঠ্য ঐতিহ্য ও এরসাথে ওহীর সম্পর্ক", "ইসলামী ঐতিহ্য এবং আধুনিকতা", "ধর্মতত্ত্ববিদদের ঐতিহ্য", "ফিকাহ ঐতিহ্য সম্পর্কে দৃষ্টিকোণ" এবং " ইসলামী ঐতিহ্যকে বোঝার জন্য বৈজ্ঞানিক প্রচেষ্টা" বিষয়ে আলোচনা করা হবে।

iqna

 

 

captcha