IQNA

জর্ডানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধির সাফল্য অর্জন

23:09 - March 24, 2018
সংবাদ: 2605342
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি মারিয়াম শাফিয়ী তৃতীয় স্থানে বিজয়ী হয়েছেন।



বার্তা সংস্থা ইকনা: জর্ডানে ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুধুমাত্র নারীদের জন্য অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা ১৯শে মার্চ শুরু হয়েছে এবং একাধারে ২৪শে মার্চ পর্যন্ত অব্যাহত ছিল।
আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মিশর ও সৌদি আরবের প্রতিনিধিবর্গ যথাক্রমে প্রথম থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে তাদেরকে সম্মানিত করা হয়েছে।
জর্ডানে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় মরিতানিয়া, ঘানা, বসনিয়া ও হার্জেগোভিনা, আজারবাইজান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নরওয়ে, ক্রাক, তানজানিয়া, ইরান, মালয়েশিয়া, কাতার, প্যালেস্টাইন, জর্ডান, সৌদি আরব, ওমান, সুদান, আলজেরিয়া, তুরস্ক, বাহরাইন, মরক্কো, রাশিয়া, তিউনিসিয়া, মিশর, ইরাক, লেবানন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৯শে মার্চ থেকে ২৪শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
iqna

 

captcha