IQNA

ইসলামি প্রতিরোধ শক্তির কাছে মার খাচ্ছে আমেরিকা: ইরানি আলেম

22:38 - June 01, 2018
সংবাদ: 2605888
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইসলামি প্রতিরোধ ফ্রন্ট আগের চেয়ে বেশি উৎসাহ নিয়ে আমেরিকা তথা সাম্রাজ্যবাদের মোকাবেলা করছে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।

 
বার্তা সংস্থা ইকনা: তিনি আরও বলেছেন, সাম্রাজ্যবাদীরা মধ্যপ্রাচ্যে নিজেদের অবৈধ লক্ষ্য হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় তারা ইসলাম ধর্ম ও ইরানের ইসলামি বিপ্লবের চিন্তা-দর্শনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। কাজেই ইসলামি প্রতিরোধ ফ্রন্টকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইসলামি ইরান মার্কিন বলদর্পিতার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছে এবং নিশ্চিতভাবেই ইরান তার ইসলামি লক্ষ্য হাসিলে সক্ষম হবে। বর্তমানে ইসলামি ইরানের শক্তি ও সামর্থ্য অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে তিনি মন্তব্য করেন।

মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেন, সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেন যুদ্ধ আমেরিকার পতন তরান্বিত করবে। তিনি বলেন, বর্তমানে আমেরিকা মুসলিম উম্মাহকে মোকাবেলার শক্তি হারিয়ে ফেলেছে। আমেরিকা এখন একের পর এক ইসলামি প্রতিরোধ ফ্রন্ট তথা মুসলিম উম্মাহর পক্ষ থেকে চপেটাঘাতের সম্মুখীন হচ্ছে।

captcha