IQNA

ইমাম মাহদীর (আ.) অন্যতম উপাধি হচ্ছে আল কায়েম

14:00 - August 06, 2018
সংবাদ: 2606386
রাসূলের (সা.) পবিত্র বংশধর তথা আহলে বাইতের (আ.) অন্যতম মাসুম ইমাম হযরত ইমাম মাহদীর (আ.) প্রকৃত নাম হচ্ছে ‘মুহাম্মাদ’। কিন্তু এ নামের পাশাপাশি তার কিছু উপাধি রয়েছে; যেমন: আল কায়েম, আবা সালেহ, মাহদী, বাকিয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ প্রভৃতি। এগুলোর প্রত্যেকটি অত্যন্ত অর্থবহ ও তাৎপর্যপূর্ণ।

ইমাম মাহদীর (আ.) অন্যতম উপাধি হচ্ছে আল কায়েম


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শেষ জামানার ইমাম তথা ইমাম মাহদীর (আ.) অন্যতম উপাধি হচ্ছে ‘আল কায়েম’। কায়েম শব্দের অর্থ হচ্ছে যিনি সংগ্রাম করবেন কিংবা রুখে দাঁড়াবেন। যেহেতু ইমাম মাহদী (আ.) শেষ জামানায় যখন অন্যায় ও অবিচারে পৃথিবী পূর্ণ হয়ে যাবে, তখন তিনি মানবতার মুক্তি দানের উদ্দেশ্যে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এ কারণে তাকে কায়েম বলা হয়।

শিয়া মাযহাবের অনুসারীরা যখন ইমাম মাহদীর (আ.) আল কায়েম উপাধিটি উচ্চারণ করা হয়, তখন তারা ইমামের সম্মানার্থে বসা থেকে উঠে দাড়ায়। অবশ্য এ কাজটি তারা তাদের মাসুম ইমামগণ থেকে শিক্ষা গ্রহণ করেছে।
হাদিসে বর্ণিত হয়েছে যে, খোরাসানে ইমাম রেজা (আ.)-এর উপস্থিতিতে ‘কায়েম’ শব্দটি উল্লেখ করা হলে, তিনি উঠে দাঁড়াতেন এবং তার মাথার উপর হাত রেখে বলতেন, হে আল্লাহ! তাঁর আবির্ভাবকে ত্বরান্বিত করুন এবং তার আন্দোলনকে সহজতর করুন। (বিহারুল আনওয়ার, আল্লামা মাজলিসি, ৫১তম খণ্ড, পৃ- ৩০)

হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম জাফর সাদিক (আ.)-এর যুগেও এই প্রথা চালু ছিল। ইমাম জাফর সাদিক (আ.)-এর নিকট প্রশ্ন করা হল: ‘কায়েম’ শব্দটি বলা হলে কেন উঠে দাঁড়াতে হয়?

জবাবে ইমাম জাফর সাদিক (আ.)বললেন: ‘সাহেবুল আমর’ দীর্ঘমেয়াদী অন্তর্ধানে থাকবেন। তাঁর উদারতা ও ভালবাসা ভক্তদের মধ্যে বিরাজমান থাকবে এবং যে কেউ ইমাম মাহদী (আ.) এর পদবী, ‘কায়েম’ নামটি স্মরণ করবে, তাঁর হুকুমতকে স্বীকার করবে এবং তাঁর অন্তর্ধানকে স্মরণ করবে, ইমাম মাহদীও (আ.) তার প্রতি অনুগ্রহ করবেন। আর এ কারণেই তাঁর পদবী, ‘কায়েম’ নামটি শুনে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য উঠে দাঁড়ানো উপযুক্ত। (আলযামুন নাসেব, শেখ হায়ের ইয়াযদী, ১ম খণ্ড, পৃ- ২৭১)

ইরানের খ্যাতনামা ও শীষ আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মাহমুদ তালেকানী বলেন: উঠে দাঁড়ানোর এই নির্দেশ হয়তোবা (শুধুমাত্র) সম্মান প্রদর্শনের জন্য নয়। যদি এমনই হত তাহলে মহান আল্লাহ, রাসূল (সা.) এবং আউলিয়াদের সম্মানার্থেও উঠে দাঁড়াতে হত। ইমাম মাহদী সম্মানার্থে উঠে দাঁড়ানোর অর্থ হচ্ছে তাঁর আবির্ভাব এবং নির্দেশ পালনের জন্য সকলে সদা প্রস্তুত রয়েছে।

 

captcha