IQNA

রমজান মাসে হাজীদের বিশেষ সুবিধা প্রদান

20:45 - May 07, 2019
সংবাদ: 2608499
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ আল-হারামের পেশ ইমাম পবিত্র রমজান মাসে উমরাহ হজ পালনকারী হাজীদের বিশেষ সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: শায়খ আব্দুর রহমান সুদাইস বলেছেন: পবিত্র রমজান মাসে উমরাহ হজ পালনকারী হাজীদের উত্তম সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন: এই সেবা প্রদান করার জন্য হারামাইন শারীফাইনের দশ হাজার সেবক সর্বদা নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন: রমজান মাস জুড়ে সকল খুতবাগুলো বিশ্বের প্রচলিত ১০টি ভাষায় অনুবাদ করা হবে। অনুবাদ শুনতে ইচ্ছুক হাজীদের জন্য ৫০ হাজার হেডসেট সরবরাহ করা হয়েছে।

শায়খ আব্দুর রহমান সুদাইস বলেন: বর্তমানে মসজিদুল হারামে একসাথে ১০ লাখ জিয়ারতকারী অবস্থান করতে পারবেন। এই মসজিদের প্রাঙ্গণে সবুজ রঙ্গের ৫০ হাজার কার্পেট দিয়ে সাজানো হয়েছে।  iqna

রমজান মাসে হাজীদের বিশেষ সুবিধা প্রদান

 

captcha