IQNA

আশুরার শোকানুষ্ঠানে অংশগ্রহণ করার অভিযোগে বাহরাইনের আলেম গ্রেপ্তার

18:15 - September 27, 2019
সংবাদ: 2609314
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মুহররম মাসের আশুরার শোকানুষ্ঠানে অংশগ্রহণ করার অভিযোগে বাহরাইনের সেনাবাহিনী সেদেশের বিশিষ্ট আলেম শাইখ সায়িদ আসফুরকে গ্রেপ্তার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের ইসলামী ন্যাশনাল একর্ড জামিয়াত টুইটারে তাদের নিজস্ব অ্যাকাউন্টে ঘোষণা করেছে: বাহরাইনের নিরাপত্তা বাহিনী চলতি বছরে আশুরার শোকানুষ্ঠানে অংশগ্রহণ করার অভিযোগে শিয়া আলেম শাইখ সায়িদ আসফুর এবং হামাদ শহরের হুসাইনি সংস্থার প্রতিনিধি দলের প্রধান সাইয়্যেদ জাওয়াদ আসয়াদকে গ্রেপ্তার করেছে।
মুহররম মাসের দশ তারিখে আশুরার শোকানুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এই দু’জন ছাড়াও বাহরাইনের সেনারা আরও ছয়জন শিয়া নাগরিককে গ্রেপ্তার করেছে।
বাহরাইনের কর্মকর্তারা জানিয়েছে, তদন্ত শেষ নাও হওয়া পর্যন্ত সাইয়্যেদ জাওয়াদ আসয়াদ বন্দী থাকবে এবং আইন অনুযায়ী তাকে ৭ দিন বন্দী রাখা হবে।
বাহরাইনের সেনাবাহিনী প্রতি বছরই পবিত্র মুহররম মাসে শিয়া মুসলমানেরা যাতে আশুরার শোকানুষ্ঠান উদযাপন করতে না পারে সেজন্য তাদেরকে চাপের মুখে রাখে।  iqna

 

captcha