IQNA

আমিরাতে অনলাইনে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

22:14 - April 18, 2020
সংবাদ: 2610620
তেহরান (ইকনা)- পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে “আল-জাইদ” শিরোনামে ১৩তম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবছর কারোনারি হাট ডিজিজের প্রাদুর্ভাবের কারণে এই প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার নাম নিবন্ধন পর্ব সোমবার (২০শে এপ্রিল) থেকে শুরু হবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের আল-জাইদ কালচারাল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তিমণ্ডলী ২০শে এপ্রিল থেকে নাম নিবন্ধন করতে পারবেন।

সকলের স্বাস্থ্যগত সুরক্ষার কথা চিন্তা করে এই প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। এ বছর এই প্রতিযোগিতা শিশু, কিশোর এবং যুবক অর্থাৎ ৫ থেকে ১০ বছর, ১১ থেকে ১৫ বছর এবং ১৬ থেকে ২০ বছরের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

১৩তম কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমিরাতে বসবাসরত বাসিন্দারা একটি ভিডিওতে নিজেদের নাম, বয়স, আইডি কার্ড এবং পৃষ্ঠা উল্লেখ করে কুরআন তিলাওয়াত করে প্রেরণ করবেন। ৫ থেকে ১০ বছরের অংশগ্রহণকারীরা প্রথম ৫ পারা, ১১ থেকে ১৫ বছরের অংশগ্রহণকারীরা ৬ থেকে ১০ পারা এবং ১৬ থেকে ২০ বছরের অংশগ্রহণকারীরা ১১ থেকে ১৫ পারার মধ্যে যেকোনো এই পৃষ্ঠা তিলাওয়াত করে পাঠাতে পারেন।

আল-জাইদ কালচারাল অ্যাসোসিয়েশনের সালেম মুহাম্মাদ বিন হোভেইদন বলেন: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ১৩তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনলাইনে অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত স্থায়ী ও অস্থায়ী নাগরিকগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও, এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরষ্কার প্রদান করা হবে এবং প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান ১৫ই রমজান অনুষ্ঠিত হবে। iqna

 

captcha