IQNA

আইআরজিসি বিপ্লব রক্ষায় বিরাট ভূমিকা রাখছে: ইরানের সশস্ত্র বাহিনী

20:29 - April 21, 2020
সংবাদ: 2610640
তেহরান (ইকনা)- ইরানের সশস্ত্র বাহিনী আজ এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেছে, ‘ইসলামি বিপ্লব রক্ষা এবং এর বাণী সর্বত্র ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে আইআরজিসি বিরাট ভূমিকা রেখেছে।’

সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৪১ বছরে আইআরজিসি এ বিপ্লব রক্ষা, বিপ্লবের বাণী ও বিশ্বনবী হযরত মোহাম্মদ(সা.)এর প্রকৃত আদর্শ বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেয়া এবং সব ক্ষেত্রে ইরানের জনগণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র ও শত্রুতা ব্যর্থ করে দেয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে।’ পার্সটুডে

ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি(র.) শত্রুর অশুভ চক্রান্ত নস্যাত করে দেয়ার জন্য ১৯৭৯ সালের ২ এপ্রিল আইআরজিসি গঠনের নির্দেশ দিয়েছিলেন। এ বাহিনী দুটি বড় ধরনের অবদান রেখেছে। দু’টি বড় অবদানের একটি হচ্ছে এ বাহিনী শত্রুর মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং এ অঞ্চলে শক্তির ভারসাম্যে পরিবর্তন এনে দিয়েছে। বিগত আট বছরের প্রতিরক্ষা যুদ্ধে আইআরজিসি’র বিরাট অবদান এ ক্ষেত্রে সাক্ষী হয়ে আছে। আইআরজিসি’র দ্বিতীয় অবদান হচ্ছে, অন্য সব সশস্ত্র বাহিনীর পাশে থেকে এ বাহিনীও দেশের ভেতরে ও বাইরে নিরাপত্তা রক্ষা এবং শত্রুর যেকোনো হুমকি মোকাবেলা করে এসেছে।

শত্রুর যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়ার ক্ষেত্রে আইআরজিসি বহুবার সাফল্যের পরিচয় দিয়েছে।

বলা যায় এ বাহিনী যেকোনো হুমকি মোকাবেলায় নীতিনির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইসলামি আদর্শকে ধারণ করে সাম্রাজ্যবাদী শয়তানি শক্তি এবং উগ্র তাকফিরি ও আইএস সন্ত্রাসী গোষ্ঠীসহ দখলদার ইসরাইলের নানা ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আইআরজিসি ইরানসহ সমগ্র এ অঞ্চলকে বিরাট বিপদ ও হুমকি থেকে রক্ষা করেছে। আইআরজিসি প্রতিরক্ষা ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীকেও শক্তিশালী হতে সহযোগিতা করেছে যা ইরানি জনগণকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। বর্তমান আইআরজিসি করোনা ভাইরাস মোকাবেলায়ও এগিয়ে এসেছে।

তাই এতে কোনো সন্দেহ নেই যে, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সন্ত্রাসী লেলিয়ে দেয়া এবং অপবাদ ও অপপ্রচার সত্বেও শত্রুর মোকাবেলায় ভূমিকা রাখায় আইআরজিসি ইরানের জনগণের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি গতকাল এক ভিডিও কনফারেন্সে বলেছেন, ইরানের জনগণ দেখিয়ে দিয়েছে শত্রুকে তারা খুব ভাল করেই চেনে এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে।

যাইহোক, আইআরজিসি ইরানের জনগণের ভেতর থেকে উঠে আসা একটি বাহিনী এবং শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিয়ে তারা নিজেদের শক্তিমত্বার পরিচয় দিয়েছে। iqna

captcha