IQNA

ইসরাইলে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

0:05 - May 23, 2021
সংবাদ: 2612838
তেহরান (ইকনা): ইসরাইলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহুর জেরুসালেমে বিক্ষোভ হয়েছে। তার বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা শনিবার রাতে সমবেত হন। দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকারবিষয়ক এনজিও এ আন্দোলনের আয়োজন করেছে।

বিক্ষোভের আয়োজকরা সাম্প্রতিক সময়ে ইসরাইলে আরব-ইসরাইলি মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও গাজায় ‘অপারেশন গার্ডিয়ান অব দি অল’ অভিযানের নামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন। তারা এ সময় বলেন, ‘বেশিরভাগ মানুষ নেতানিয়াহুকে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না।’

আন্দোলনের নেতারা এ সময় ইসরাইলের রাজনৈতিক নেতাদের আহ্বান জানান, তারা যেন একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করেন, যা দেশটিকে শান্তির পথে নিয়ে যাবে। নেতানিয়াহুর বিপদজনক নেতৃত্ব থেকে ইসরাইলকে বাঁচানোর আহ্বানও জানান নেতানিয়াহুবিরোধী বিক্ষোভকারীরা।

এইন মাটসাভ, ব্লাক ফ্লাগ ও দ্য পিংক ফ্রন্ট সংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ হচ্ছে জেরুসালেমে। এ সংগঠনগুলোর নেতারা বলছেন, ‘নেতানিয়াহু ইসরাইল রাষ্ট্রকে একটি অনর্থক যুদ্ধের দিকে টেনে নিয়ে গিয়েছিল। এ যুদ্ধ জনস্বার্থের বিরুদ্ধে। এর মাধ্যমে ইসরাইলের নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে। যুদ্ধের মাধ্যমে ইসরাইলের সেনাবাহিনীর বদনাম হয়েছে। বিশ্বজুড়ে ইসরাইলের ভাবমূর্তি নষ্ট করেছে। দ্য জেরুসালেম পোস্ট

captcha