IQNA

ল্যাটিন অক্ষরে পবিত্র কুরআন লেখার বিষয়ে মিশরের দারুল আফতা’র ফতোয়া

21:12 - September 20, 2021
সংবাদ: 3470700
তেহরান (ইকনা):  মিশরীয় দার আল-আফতা ল্যাটিন ভাষায় কুরআন লেখা নিষিদ্ধ উপর একটি ডিক্রি জারি করে ঘোষণা করেছে: "পবিত্র কুরআন লেখার ক্ষেত্রে কোন প্রকার পরিবর্তন অনুমোদিত নয় এবং আলেমদের অবশ্যই পবিত্র কুরআনরে রাসমুল খাত (আরবিতে) রক্ষা করতে হবে।

একজন মিশরীয় প্রকৌশলী এমন একটি পরিকল্পনা তৈরি করেছেন যার সাহায্যে বিশ্বের সকল দেশের মুসলমানরা জাতীয়তা এবং ভাষা নির্বিশেষে পবিত্র কুরআন সঠিকভাবে পড়তে এবং তিলাওয়াত করতে পারবে।
 
পবিত্র কুরআনের নতুন এই পাণ্ডুলিপিতে কুরআনের আয়াতগুলো ল্যাটিন ভাষায় লেখা হয়েছে যা শুদ্ধ আরবি ভাষায় উচ্চারিত হবে।  
 
এই বিষয়ে, অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল এবং মিশরীয় জনগণের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এরফলে, মিশরীয় দারুল আফতা একটি ডিক্রি জারি করে এই কাজ নিষিদ্ধ করে এবং এটি করা থেকে সকলকে বিরত থাকতে বলা হয়েছে। 
 
মিশরের দারুল আফতা একটি ফতোয়া জারি করে বিতর্কের অবসান ঘটায় এবং নিজস্ব ওয়েবসাইটে ল্যাটিন অক্ষরে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি লেখা বা তা মুদ্রণ করার বিষয়ে হারাম ফতোয়া জারি করেছে।  
 
এই ফতোয়া অনুসারে, কুরআনের লেখায় কোন পরিবর্তন অনুমোদিত নয়, এবং আলেমদের অবশ্যই কুরআনের রাসমুল খাত রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই রাসমুল খাত পরিবর্তনে মোটেও সন্তুষ্ট হওয়া উচিত নয়।  iqna
 

 

captcha