IQNA

শোকবার্তায় সর্বোচ্চ নেতা

আমি বহুবার তাঁর পরামর্শ থেকে উপকৃত হয়েছি

14:23 - February 01, 2022
সংবাদ: 3471367
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানি গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১০৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। তাঁর মৃত্যুতে আগামীকাল ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

গত কয়েক দিন ধরে কোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রখ্যাত এই আলেম। শিক্ষক ও লেখক হিসেবে তিনি দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ইরানের শীর্ষস্থানীয় এই আলেম। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন। আয়াতুল্লাহ গুলপাইগানি এসবের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। অভিভাবক পরিষদ ও বিশেষজ্ঞ পরিষদের সদস্য ছিলেন তিনি। 
 
তাঁর মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা শোকবার্তা দিয়েছেন। সর্বোচ্চ নেতা শোকবার্তায় বলেছেন, 'দুঃখজনকভাবে দূরদৃষ্টিসম্পন্ন উঁচুমানের আলেম আয়াতুল্লাহ সাফি গুলপাইগানি (র.)'র মৃত্যুসংবাদ আমার কাছে এসে পৌঁছেছে। তিনি ছিলেন কোমের ধর্মীয় কেন্দ্রের মূল স্তম্ভগুলোর একটি। তিনি এই পবিত্র ধর্মীয় কেন্দ্রের সবচেয়ে অভিজ্ঞ আলেম এবং জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে শীর্ষস্থানীয়দের অন্যতম ব্যক্তিত্ব।'
 
তিনি আরও লিখেছেন, 'বিপ্লবের সময় আয়াতুল্লাহ সাফি ছিলেন হজরত হজরত ইমাম খোমেনীর অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন। পরবর্তীতেও তিনি সব সময় বিপ্লব ও রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বহুবার আমি তাঁর পরামর্শ থেকে উপকৃত হয়েছি। আমি তাঁর সম্মানিত পরিবার এবং ‌আলেমদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।  iqna
captcha