IQNA

জনগণের প্রতি ইমাম খোমেনী (রহ.)-এর দৃষ্টিভঙ্গি আনুষ্ঠানিক বা রাজনৈতিক ছিল না

17:33 - February 02, 2022
সংবাদ: 3471372
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বুধবার) ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইরানের মন্ত্রিসভার সদস্যরা।

ইসলামী বিপ্লব বার্ষিকীকে সামনে রেখে মন্ত্রীদের নিয়ে প্রেসিডেন্ট সেখানে যান এবং এর মধ্যদিয়ে তারা আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি মরহুম ইমাম খোমেনীর (রহ.) লক্ষ্য-আদর্শে অটল থাকার শপথ নেন। তাঁর পথ অনুসরণ অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।

মরহুম ইমাম খোমেনীর মাজার জিয়ারত শেষে প্রেসিডেন্ট ও মন্ত্রীরা পার্শ্ববর্তী বেহেশতে জাহরা কবরস্থান পরিদর্শন করেন। ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত যে সমস্ত ইরানি নাগরিক শহীদ হয়েছেন তাদের অনেককে সেখানে দাফন করা হয়েছে; এসব শহীদের প্রতি তাঁরা শ্রদ্ধা জানান।

তাঁরা ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী রাজায়ি, সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বহোনার, বিচার বিভাগের সাবেক প্রধান মোহাম্মাদ বেহেশতির মাজারে যান এবং দোয়া করেন। তাঁরা বিপ্লবের পর সন্ত্রাসী হামলায় শহীদ হন। 

এছাড়া আজ ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহসেনি এজেয়ি এবং এই বিভাগের পদস্থ কর্মকর্তারা ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন। এ সময় মোহসেনি এজেয়ি বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্বের অন্যান্য বিপ্লবের চেয়ে আলাদা। এই বিপ্লবের মাধ্যমে সত্য-মিথ্যার মধ্যে একটি রেখা টানা হয়েছে। তারাও ইমাম খোমেনীর পথ অনুসরণ অব্যাহত রাখার শপথ করেন।

ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার বার্ষিকী উপলক্ষে গতকাল থেকে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বিপ্লব চূড়ান্তভাবে সফল হওয়ার আগের গুরুত্বপূর্ণ এই দশ দিন আলোকোজ্জ্বল ১০ প্রভাত নামে পরিচিত।  iqna

 

captcha