IQNA

কুরআন অবমাননা করে ক্ষমা চাইলো আমেরিকা

23:53 - September 06, 2017
সংবাদ: 2603772
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআন অবমাননা করার পর আফগানিস্তানের জনগণের ক্ষমায় চাইতে বাধ্য হয়েছে আমেরিকা।
কুরআন অবমাননা করে ক্ষমা চাইলো আমেরিকা
বার্তা সংস্থা ইকনা: কয়েক দিন পূর্বে আমেরিকার বিমান থেকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে পৃষ্ঠা নিক্ষেপ করা হয়েছে। ঐ পৃষ্ঠায় পবিত্র কুরআনকে অবমাননা করে কুটুক্তি ব্যক্ত করা হয়েছে।   
আমেরিকার বিমান থেকে নিক্ষেপকৃত পৃষ্ঠাগুলোয় একটি ছবি রয়েছে। ছবিটি হচ্ছে একটি সিংহ কুকুরের পিছনে ছুটছে এবং কুকুরের নিকটে তালেবানের পতাকা রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের পাতায় পবিত্র কুরআনের কয়েকটি আয়াত লেখা রয়েছে। এই পৃষ্ঠায় লেখা রয়েছে "তোমাদের স্বাধীনতাকে এই কুকুরের নিকট থেকে ফিরিয়ে নেও এবং নিরাপদে জীবন যাপন কর"।
আমেরিকার নাটোর কমান্ডার জেনারেল জেমস লিন্ডার বলেছে, আমরা আফগানিস্তানের মুসলমানদের নিকট ক্ষমা চাচ্ছি। আমরা ইসলাম ও মুসলমানদের সম্মান করি এবং এটি নিছক একটি ভুল ছিল।
iqna






captcha