IQNA

ইসলামে তওবার গুরুত্ব

18:46 - October 07, 2017
সংবাদ: 2604004
ইসলামে তওবা বা অনুশোচনার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মানুষ যখন কোন গুনাহ কিংবা ভুল-ক্রুটি করার পর নিজের দোষ বুঝতে পারে, তখন অনুশোচনা বা অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। অবশ্য তওবার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর নিকট এমন প্রতিশ্রুতি দেয়া যাতে আর কখনও গুনাহের পুনরাবৃত্তি ঘটে।

বার্তা সংস্থা ইকনা: বিশ্বখ্যাত আধ্যাত্মিক সাধক আল্লামা শেইখ বাহায়ী তওবার গুরুত্বের প্রতি ইশারা করে বলেছেন যে, নি:সন্দেহে প্রত্যেক বান্দার উপর তওবা হচ্ছে ফরজ। তওবার মাধ্যমে মানুষ গুনাহের ক্ষতিকর বিষক্রিয়া থেকে রক্ষা পেতে পারে। কেননা গুনাহ হচ্ছে বিষের ন্যায়। মানুষ যখন কোন গুনাহ সম্পাদন করে তখন তার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এমতাবস্থায় কেউ যদি বিষ পান করে, তখন বিষক্রিয়া থেকে রক্ষার জন্য তাকে বারংবার বমি করতে হয়, তেমনি গুনাহের বিষ ক্রিয়া থেকে রক্ষা পেতে হলেও মানুষকে আল্লাহর দরবারে বারংবার তওবা করতে হবে। সুতরাং গুনাহের বিষক্রিয়া থেকে রক্ষায় তওয়ার কোন বিকল্প নেই।

তওবার ক্ষেত্রে অনিহা ও গাফিলতির মারাত্মক পরিণতির প্রতি ইশারা করে এ আধ্যাত্মিক সাধক আরও বলেছেন যে, যদি কেউ সুযোগ থাকা স্বত্বেও তওবার ক্ষেত্রে গাফিলতি করে এবং এ কাজে বিলম্ব করে; তবে এমনও হতে পারে আকস্মিক মৃত্যুর শিকার হয়ে দুনিয়ে থেকে বিদায় নিবে। আর তখন তার পক্ষে আর তওবার কোন সুযোগ থাকবে না। কেননা তওবার সুযোগ শুধুমাত্র মৃত্যুর পূর্ব পর্যন্ত।
captcha