IQNA

মিশরের ১৯৫২ সালের অভ্যুত্থান উপলক্ষে ১১১৮ কারাবন্দীর সাধারণ ক্ষমা

18:49 - August 10, 2018
সংবাদ: 2606421
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের স্বরাষ্ট্র মন্ত্রী মাহমুদ তৌফিক ১৯৫২ সালের অভ্যুত্থানের ৬৬তম বার্ষিকী উপলক্ষে ১১১৮ কারাবন্দীর সাধারণ ক্ষমা প্রদানের খবর জানিয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: মিশরের স্বরাষ্ট্র মন্ত্রী মাহমুদ তৌফিক ঘোষণা করেছে, মিশরের ১৯৫২ সালের অভ্যুত্থানের ৬৬তম বার্ষিকী উপলক্ষে ১১১৮ কারাবন্দীর সাধারণ ক্ষমা প্রদান করা হবে।
মিশরীয় কারাগারের বিভাগ ১১১৮ জন বন্দীর বাকি মেয়াদ ক্ষমা করার জন্য বর্তমানে তাদের ফাইল পর্যবেক্ষণ করছে।
এপর্যন্ত ৩৯৫ জন বন্দীর ফাইল পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়াও সুপ্রিম অ্যামনেস্টি কমিটি বাকী ৭২৩ জনকে শর্তসাপেক্ষে মুক্তি প্রদানের বিষয়ে আলোচনা করছে। এ নিয়ে মোট ১১১৮ জন বন্দীকে সাধারণ ক্ষমা প্রদান করা হবে।
১৯৫২ সালের অভ্যুত্থান উপলক্ষে এসকল বন্দীদের ক্ষমা প্রদান করা হচ্ছে। মিশরে ব্রিটিশ সামরিক বাহিনীর উপস্থিতি ও হস্তক্ষেপ বন্ধ করার জন্য এই অভ্যুত্থান হয়েছিল। এই অভ্যুত্থানের ফলে সুদান স্বাধীন হয়েছে।
iqna

 

captcha