IQNA

ক্যালিফোর্নিয়ায় "এক মুসলিমের সাথে সাক্ষাৎ" দিবস পালিত

22:38 - November 29, 2018
সংবাদ: 2607380
আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরে ক্যালিফোর্নিয়া পলিটেকনিক ইউনিভার্সিটির মুসলিম শিক্ষার্থী সমিতি "এক মুসলিমের সাথে সাক্ষাৎ" দিবস পালিত করেছে।

বার্তা সংস্থা ইকনা: এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধ করা এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণগুলোর সংশোধন করা।
এই অনুষ্ঠানটি ক্যালিফোর্নিয়া পলিটেকনিক ইউনিভার্সিটিতে ইসলামী সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।
নগর পরিকল্পনা ছাত্র ও মুসলিম ছাত্র সংগঠনের প্রধান হাদী নাসির বলেন: ইসলাম বিদ্বেষীদের উপস্থিতির মূল কারণ হচ্ছে তারা মুসলমানদের কখনো দেখেনি। মুসলমানদের বোঝার একমাত্র উপায় হচ্ছে মিডিয়া এবং মিডিয়ায় অনেক সময় ভুল তথ্য প্রচার করে।
"এক মুসলিমের সাথে সাক্ষাৎ" দিবস উপলক্ষ বিভিন্ন বুথ স্থাপন করা হয়েছে। এসকল বুথে বিভিন্ন ধরণের সাংস্কৃতিকমূলক কার্যকলাপ সংগঠিত হয়েছে। অমুসলিম শিক্ষার্থীদের ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন ধরণের প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।
মুসলিম ছাত্র সংগঠনের সদস্য রইয়ান মুসলিমানী বলেন: আশা করছি সমাজে ইসলাম ধর্ম সম্পর্কে যেসকল ভুল ধারণা বিরাজ করছে, সেগুলো দূর করব এবং শান্তির ধর্ম ইসলামকে সকলের সম্মুখে তুলে ধরব।
iqna

 

captcha