IQNA

মন্ত্রিসভা গঠনে একমত হলো নেতানিয়াহু এবং গান্তজ

0:05 - April 22, 2020
সংবাদ: 2610642
তেহরান (ইকনা)- ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ক্ষমতায় টিকে গেলেন। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং সাবেক সেনাপ্রধান জেনারেল বেনি গান্তজের সঙ্গে জরুরি ঐকমত্যের সরকার গঠন করার পর নেতানিয়াহু আবারো তার ক্ষমতা নিশ্চিত করলেন।

জরুরি সরকার গঠনের ফলে ইহুদিবাদী ইসরাইলে এক বছর ধরে চলে আসা রাজনৈতিক অচলাবস্থার আপাতত অবসান হলো। এর মাধ্যমে ইসরাইলে নতুন সংসদ নির্বাচনও এড়ানো গেল।

সরকার গঠন করার ব্যাপারে নেতানিয়াহু ও বেনি গান্তজ যৌথ বিবৃতিতে বলেছেন, তিন বছরের জন্য চুক্তি হয়েছে তবে প্রাথমিকভাবে আগামী ছয় মাসের জন্য জরুরি সরকার গঠন করা হলো। চুক্তি স্বাভাবিকভাবে এগিয়ে গেলে প্রথম দেড় বছর নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পরের দেড় বছরের জন্য বেনি গান্তজ প্রধানমন্ত্রী হবেন।

নেতানিয়াহু গত ১১ বছর ধরে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা হয়েছে। এছাড়া ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এগুলো নিয়ে নেতানিয়াহুর বিচার চলছে। iqna

captcha