IQNA

নেতানিয়াহু; ইসরাইল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না

23:43 - December 19, 2014
সংবাদ: 2623038
আন্তর্জাতিক বিভাগ: দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৮ই ডিসেম্বর বলেছে: ইসরাইল কখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করবে না।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ উক্তি প্রদানের আগে নেতানিয়াহু বলেছে: ফিলিস্তিনিরা চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া অঙ্গীকারপত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিকট জমা দিয়েছে।
স্বশাসিত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অভিযুক্ত করে নেতানিয়াহু বলেছে: ‘তারা ধারণা করছে একতরফা পদক্ষেপ গ্রহণ করে দেশ গঠন করে আমাদেরকে ভয়ের মধ্যে রাখবে”।
তিনি আরও বলে: মাহমুদ আব্বাস বুঝতে পারছে না যে,  পশ্চিম তীরে এবং গাজায় তার কর্তৃত্ব হামাস দ্বারা ভঙ্গ হবে।
নেতানিয়াহু বলে: ‘আমরা কখনোই একতরফা আদেশকে গ্রহণ করব না’।
2621938

captcha