IQNA

কানাডায় “ইসলামে জ্ঞানতত্ত্ব ও এসকেটোলজি” শীর্ষ সম্মেলন

20:52 - July 04, 2021
সংবাদ: 3470253
তেহরান (ইকনা): কানাডার রাজধানী টরন্টোয় জুলাই মাসের তৃতীয় সপ্তাহে “ইসলামে জ্ঞানতত্ত্ব ও এসকেটোলজি” শিরোনামে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত শীর্ষ সম্মেলন ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে।

এই বৈজ্ঞানিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ ইসলামে জ্ঞানতত্ত্ব এবং এসকেটোলজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং মতবিনিময় করবেন।

এই দুই দিনের সম্মেলনে আলোচিত বিষয়গুলির মধ্যে ইসলামিক দর্শন, ধর্মতত্ত্ব ও দর্শন, ইসলামিক দর্শনে অ্যারিস্টটলিয়ানের যুক্তি, ইবনে সিনার যুক্তি, রূপক ও অ্যান্টোলজি, ইসলামী বিশ্বজগত, জন্ম ও মৃত্যু এবং ইসলামে এসকেটোলজির প্রাথমিক সময়কাল সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এ্যাসাটোলজি হল ধর্মতত্ত্ব, দর্শন এবং ভবিষ্যতত্ত্বের একটি শাখা, যার মূল বিষয় ইতিহাসের চূড়ান্ত ঘটনা বা মানবজাতির চূড়ান্ত গন্তব্য সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে গবেষণা করা। জ্ঞানতত্ত্ব হল দর্শনের একটি শাখা যা জ্ঞান এবং ন্যায়সঙ্গত বিশ্বাসকে পরীক্ষা করে।  iqna

 

captcha