IQNA

যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতে মুসলিম হাইকার্স দল

0:01 - August 07, 2021
সংবাদ: 3470456
তেহরান (ইকনা): যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বত বেননেভিসে যাওয়ার পরিকল্পনা নিয়েছে একটি ব্রিটিশ মুসলিম হাইকার্স দল। দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ ও বিদ্বেষবিরোধী বার্তা পাঠাতে এ উদ্যোগ নিয়েছে দলটি। পর্বতারোহণের এ উদ্যোগের মাধ্যমে মুসলিমদের বিভিন্ন স্থানে ভ্রমণে আগ্রহী করা হবে।

এর আগে একটি ডানপন্থী দল স্কটল্যান্ডের সর্বোচ্চ পর্বতে ‘হোয়াইট লাইভ মেটারস’ নামে একটি বর্ণবাদী প্রচারণা শুরু করে। এরপর যুক্তরাজ্যের মুসলিম হাইকার্স দল এ উদ্যোগ নেয়। মুসলিম হাইকার্স দলের প্রতিষ্ঠাতা হারুন মোতা বলেন, বর্ণাবাদী গোষ্ঠীর বক্তব্য শুনে আমি হতবাক। বেননেভিস পর্বতে তারা দিনব্যাপী ‘হোয়াইট লাইভ মেটারস’ প্রচারণা চালায়। তাদের এ প্রচারণা স্থানীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য চিন্তার বিষয়।

এক শতাব্দী ধরে স্কটল্যান্ডে বেশির ভাগ মুসলিম অভিবাসী হিসেবে বসবাস করছে। ২০১১ সালের একটি পরিসংখ্যান মতে, সেখানে প্রায় ৭৭ হাজার মুসলমান বসবাস করে, যা স্কটল্যান্ডের মোট জনসংখ্যার একাংশ।

সূত্র : দ্য ন্যাশনাল/ কালের কণ্ঠ

captcha