IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;

কুদস রক্ষা না হওয়া পর্যন্ত প্রতিরোধের পথ অব্যাহত থাকবে

9:11 - February 17, 2022
সংবাদ: 3471444
তেহরান (ইকনা): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, তার সংগঠনের যোদ্ধারা নিজেরাই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বানাচ্ছে। তারা ইচ্ছা করলে এসব ক্ষেপণাস্ত্রকে প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে।
গতকাল (বুধবার) টেলিভিশনের মাধ্যমে দেয়া বক্তৃতায় নাসরুল্লাহ এ তথ্য জানান। তিনি মূলত ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তাদের লক্ষ্য করে এই বক্তব্য দেন।
 
হাসান নাসরুল্লাহ বলেন, "আমরা দীর্ঘ মেয়াদের জন্য নিজেরাই ড্রোন বানানো শুরু করেছি এবং যে কেউ তা কিনতে চাইলে তারা অর্ডার দিতে পারে।"
 
সাইয়েদ নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদী ইসরাইল অন্যদেরকে যুদ্ধের হুমকি দেয় কিন্তু তারা একথা ভালো করেই জানে যুদ্ধ শুরু হলে তাদের কতটা মূল্য দিতে হবে। তিনি আরো বলেন, ইজরাইলি হুমকি নস্যাৎ করার জন্য হিজবুল্লাহ তাদের ক্ষেপণাস্ত্রকে আরো উন্নত করতে পারে।
 
হিজবুল্লাহর মহাসচিব বলেন, তাদের হাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে এবং সেগুলো আরো উন্নত করা সম্ভব। ইসরাইল ওই সমস্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম নয় বলে হাসান নাসরুল্লাহ জানান।
 
হিজবুল্লাহ মহাসচিব জানান, আগামী কয়েক মাস পর এ সংগঠনের বয়স ৪০ বছর পূর্ণ হবে। এই ৪০ বছরে শহীদের রক্তমাখা পিচ্ছিল পথ পেরিয়ে হিজবুল্লাহ তার প্রতিরোধ যুদ্ধকে জোরদার করেছে।  iqna
captcha