IQNA

ইউক্রেনে হিজবুল্লাহর উপস্থিতির প্রত্যাখ্যান করলেন হাসান নাসরুল্লাহ

10:46 - March 20, 2022
সংবাদ: 3471578
তেহরান (ইকনা): রুশ বাহিনীকে সহায়তায় ইউক্রেনে নিজেদের যোদ্ধা পাঠানোর কথা প্রত্যাখ্যান করেছে লেবাননের ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এ কথা জানিয়েছেন।

টেলিভিশনে ভাষণে সাইয়্যেদ হাসান নাসারুল্লাহ বলেন, যে সব খবর ছড়িয়েছে তা আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এই দাবিগুলো মিথ্যা। তিনি আরও বলেন, হিজবুল্লাহর কোনও যোদ্ধা বা বিশেষজ্ঞ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না।
 
এর আগে কিয়েভ দাবি করে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য সিরিয়া এবং হিজবুল্লাহ থেকে কমপক্ষে এক হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে মস্কো। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একাধিক বার অযৌক্তিক দাবী করেছে যে, ইউক্রেনের ময়দানে লড়াইয়ের জন্য ভাড়াটে সেনা সংগ্রহ করছে রাশিয়া। 
 
এই দাবীর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর মহাসচিব এক বিবৃতিতে রুশ বাহিনীর সহায়তায় ইউক্রেনে নিজেদের যোদ্ধা পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন।  iqna
captcha