IQNA

হামাসের উচ্চপদস্থ প্রতিনিধি দলের সাথে সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর বৈঠক

20:20 - August 30, 2022
সংবাদ: 3472379
তেহরান (ইকনা): ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদের একটি প্রতিনিধি দল লেবাননে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন।
ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের উচ্চ পদস্থ প্রতিনিধি দলের সাথে লেবাননের হিজবুল্লাহর মহাসচিবের বৈঠকে ফিলিস্তিন, লেবানন এবং অঞ্চলিক সাম্প্রতিক রাজনৈতিক ও ক্ষেত্রের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
 
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধানের একটি প্রতিনিধি দল লেবাননে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
 
এই বৈঠকে হামাস মুভমেন্টের রাজনৈতিক কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট জনাব "সালেহ আল-আরাভি" গাজার হামাস আন্দোলনের প্রধান জনাব খলিল আল-হিয়া এবং ওসামা হামদান উপস্থিত ছিলেন।
 
ফিলিস্তিন ইসলামিক জিহাদের মহাসচিবের সাথে অনুষ্ঠিত এই বৈঠকে হামাস প্রতিনিধিদল ফিলিস্তিন ও অঞ্চলের সর্বশেষ অগ্রগতি, দখলকৃত অঞ্চলে প্রতিরোধের উপর ইহুদিবাদী শত্রুর আক্রমণের প্রচেষ্টা, এর ফলাফল ও অর্জন, ইউনিটি অফ দ্য ফিল্ডস" যুদ্ধ (গাজায় ৩ দিনের যুদ্ধ) এবং বন্দীদের উৎসর্গমূলক পক্ষেপের বিষয়ে আলোচনা করেন।
 
এই বৈঠকে, হামাস এবং ইসলামিক জিহাদের উচ্চ পদস্থ প্রতিনিধি দল প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে মতপার্থক্যের পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া গুজব ও সন্দেহের উপর গুরুত্বারোপ করে বলেছেন: আমরা প্রতিরোধের অনুগত প্রিয়জনদের আশ্বস্ত করি যে দুটি আন্দোলনের মধ্যে সম্পর্ক একটি শক্তিশালী এবং কৌশলগত সম্পর্ক এবং ফিলিস্তিনি রক্ষার জন্য এই দুই দলের সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হচ্ছে। 4081355
 
captcha